ঢাকা: ঢাকার পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস (আর্থ ডে)।
সামাজিক দায়বদ্ধতা থেকে ঢাকার পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে র্যাডিসন ব্লু কর্তৃপক্ষ ২২ এপ্রিল মঙ্গলবার দিবসটি উদযাপন করে।
হোটেলের আগত অতিথিদের নিয়ে দিবসটি উদযাপনে ও সবার মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে চারা রোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত অতিথিরা নামমাত্র মূল্যে চারা গাছ কিনে র্যাডিসন ব্লু হোটেলের নিজস্ব বাগানে নিজ হাতে রোপণ করেন।
এছাড়া হোটেলের কর্মীরা পাশের রেলওয়ে স্টেশন পরিস্কার কর্মসূচি পালন করে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, অতিথিদের রোপণকৃত গাছ তাদের নিজ নিজ নামে রেখেই পরিচর্যা করা হবে। পরবর্তীতে তারা যখন আসবেন তখন তার রোপণকৃত গাছটি দেখতে পাবেন। গাছের ফলও উপভোগ করতে পারবেন।
আরো জানানো হয়, রোপণকৃত গাছ থেকে সংগ্রহকৃত অর্থ ক্যান্সারে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হবে।
১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন প্রথম এই মহৎ উদ্যোগ হাতে নেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪