বউ শাশুড়ির ঝগড়া, বাড়ির কাজের লোক মালিককে বের করে দিচ্ছে। একটু পর পর লাল হয়ে যাচ্ছে এক একজনের মুখ।
আর এসব সিরিয়াল দেখায় বেশ বদনামও রয়েছে নারী মহলের। কিন্তু ঘটনা তো আসলে এমন নয়!
সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম ফেইসবুক থেকে শুরু করে ঘরে-বাইরে 'মেয়েরা সারাক্ষণ হিন্দি সিরিয়ালে মগ্ন' শোর তোলা হলেও ভারতীয় চ্যানেল এবং হিন্দি সিরিয়ালের ভক্তদের তালিকায় বাংলাদেশের মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাই বেশি!
স্টার প্লাস, জি টিভি ও স্টার জলসাসহ যেসব চ্যানেলের সিরিয়ালের কথা অনলাইন ও অফলাইন জগতে বেশি আলোচিত হয়, সেসব চ্যানেল এবং সেখানে প্রচারিত সিরিয়াল সমূহের ফেইসবুক পেইজ ঘুরে দেখা যায় মেয়েদের চেয়ে ছেলেদের লাইকের সংখ্যাই বেশি।
তিনটি চ্যানেলের ফ্যানপেইজের এই লাইকের হার ছেলে:মেয়ে ৩:২, যার মানে এসব চ্যানেল পছন্দকারীদের প্রতি দশজনের ৬ জনই ছেলে এছাড়াও এসব চ্যানেলে প্রচারিত বিভিন্ন সিরিয়ালের ভক্তের তালিকায়ও আছেন বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণ!!
এই কথার সত্যতা পাওয়া গেল পাশের সহকর্মীদের কাছ থেকেও। শামীমের বাবা তার প্রিয় সিরিয়াল দেখার জন্য বাইরে দেরি করেন না। আর রাফিয়া আরজুর ভাই শাকিলের প্রিয় সিরিয়াল চলার সময় রিমোটের পুরো কন্ট্রোল থাকে তার হাতে।
বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle লাইফস্টাইল বিভাগে লেখা পাঠাতে পারেন lifestyle.bn24@gmail.com