পৃথিবীর সব চেয়ে আস্থা এবং নির্ভরতার জায়গা হচ্ছে আমাদের বাবা। ১৫ জুন বিশ্ব বাবা দিবস।
আমাদের অনেককে হয়তো কাজের প্রয়োজনে দূরে থাকতে হয়, অথবা ব্যস্ততার জন্য ইচ্ছা থাকা সত্বেও সব সময় বাবার কাছে থাকার সুযোগ হয়না।
আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবাও কিন্তু তখন অনেক ব্যস্ত থাকতেন। তারপরও তিনি বাড়ি ফিরে প্রথমে আমাদের খোঁজ করতেন। সঙ্গে নিয়ে খেতেন, আমাদের শত আবদার হাসিমুখে মেটাতেন।
যে বাবা সন্তানদের লেখাপড়া, ভবিষ্যৎ নিশ্চিত করতে তার জীবন পার করে দিলেন, তিনি তো আমাদের কাছে প্রতিদানে কিছুই চাননা।
এই বাবা দিবসটিতে না হয় তার পাশে গিয়ে একটু বসি। তার শরীরিক এবং মানসিক অবস্থার খোঁজ নেই।
বাবার পছন্দের কিছু একটা না হয় নিয়ে গেলেন উপহার হিসেবে। দেখবেন আপনার বৃদ্ধ বাবা শিশুর মতো খুশি হবেন।