গরমে রোজা হচ্ছে। দিনও বেশ বড় সারা দিন রোজা রেখে আমরা অনেকেই ক্লান্তি অনুভব করছি।
খুব সহজে তৈরি করুন কোল্ড কফি।
দুইজনের জন্য
উপকরণ: কফি ২ চা-চামচ, কফিমেট ৪টেবিল চামচ, কনডেন্সমিল্ক আধা কাপ, ঠাণ্ডা তরল দুধ ২ কাপ, গরম পানি ১ কাপ, চিনি- ২ টেবিল চামচ, বরফ টুকরো ইচ্ছা মতো।
যেভাবে করবেন: ১ কাপ গরম পানিতে কফি, কফিমেট ও চিনি মিশিয়ে নিন।
কফি, বরফ, তরল দুধ ও কনডেন্সমিল্ক একসঙ্গে মিশিয়ে ফেনা ওঠা পর্যন্ত ব্লেন্ড করুন।
এরপর স্বচ্ছ গ্লাসে ঢেলে ফেনার ওপর শুকনো কফি ছড়িয়ে পরিবেশন করুন কোল্ড কফি।
এই কফি আমাদের ক্লান্তি দূর করে মুহূর্তেই করে তুলবে চাঙা।
বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle