সেহরি ও ইফতারেও মজার মজার সব খাবার সরবরাহ করছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও আশপাশের এলাকায় এই সেবা পাওয়া যাচ্ছে।
ফুডপান্ডা বাংলাদেশের বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ বাংলানিউজকে জানিয়েছেন, যানজটের কারণে অনেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে পারেন না। তাদের জন্য ফুডপান্ডায় রয়েছে হোটেল আল রাজ্জাক থেকে খাবার অর্ডার দেওয়ার সুযোগ। সেহারি বা ইফতারে যে কোনো সময়েই খাবারের অর্ডার নেওয়া হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে এই সেবা অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার ও সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, রাশিয়াসহ পৃথিবীর ৪৬টি দেশে সেবা দিচ্ছে ফুডপান্ডা।