এই রোজায় সুবিধাবঞ্চিত শিশুদের সেহরি ও ইফতারের ব্যবস্থা করছে ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। ‘হেপিনেস ইজ শেয়ারিং’ স্লোগানের এই উদ্যোগে ফুডপান্ডা একটি তহবিল গঠন করেছে।
এবিষয়ে ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা বাংলানিউজকে বলেন, ‘রমজান শুধু সংযমের মাস নয়, এটি আনন্দ উদযাপন ও সহমর্মী হওয়ার মাস। সামাজিক দায়বদ্ধতা থেকে ফুডপান্ডা এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের একটু হলেও আনন্দ দিতে চাই। ’
ফুডপান্ডার এই উদ্যোগে যে কেউ অংশ নিতে পারবেন। পুরো রমজান মাস জুড়ে এই সেবা অব্যাহত থাকবে।
বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, রাশিয়াসহ পৃথিবীর ৪৬টি দেশে খাবার সরবরাহের সেবা দিচ্ছে ফুডপান্ডা।