ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এক বছর পেরিয়ে ফুডপান্ডা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
এক বছর পেরিয়ে ফুডপান্ডা

বাংলাদেশে সাফল্যের সঙ্গে এক বছর অতিবাহিত করলো জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। জার্মান ভিত্তিক এ প্রতিষ্ঠানটি ২০১৩ সালে ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে কার্যক্রম পরিচালনা করছে ফুডপান্ডা।

ফুডপান্ডার বর্ষপূর্তী উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফুডপান্ডার কার্যক্রমের নানা দিক নিয়ে আলোচনা করেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, সহকারী পরিচালক যুবায়ের বিএ সিদ্দীকী, বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ প্রমুখ।

ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা বলেন, ‘বিশ্বজুড়ে সবচেয়ে দ্রুতগতিতে পরিচিতি পাওয়া একটি উদ্যোগের নাম ফুডপান্ডা। যা রেস্তোরা এবং গ্রাহককে মিলিত করেছে একস্থানে। ফুডপান্ডা দিচ্ছে স্থানীয় রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করার সুবিধা। এক্ষেত্রে গ্রাহকরা ফুডপান্ডার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার করতে পাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার পেয়েও যাচ্ছেন। ’

সহকারী পরিচালক যুবায়ের বিএ সিদ্দীকী বলেন, ‘ফুডপান্ডা এখন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছে। বাংলাদেশের ৫০০ শতাধিক রেস্তোরা ফুডপান্ডার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ফুডপান্ডা তার লক্ষ্যকে সামনে রেখে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ’

বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ বলেন, ‘ফুডপান্ডার এগিয়ে চলার পথ স্বাচ্ছন্দময় না হলেও ফুডপান্ডা টিম তাদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। সকল প্রতিকূলতাকে অতিক্রম করে ফুডপান্ডা আজ শক্ত অবস্থানে উপনীত হয়েছে। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।