ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বিশ্বের নামকরা ডিজাইনারদের পোশাকে ‘হায়া’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিশ্বের নামকরা ডিজাইনারদের পোশাকে ‘হায়া’

ঈদ সামনে রেখে ’বি গর্জিয়াস’ শ্লোগান নিয়ে যমুনা ফিউচার পার্কের লেবেল-২ এর সাউথ কোর্টে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউস ‘হায়া’। বিশ্বের নামকরা ডিজাইনারদের পোশাক পাওয়া যাবে এ ফ্যাশন হাউসটিতে।



সম্প্রতি এক সন্ধ্যায় জমকালো ফ্যাশন শো’র মাধ্যমে হয়ে গেল এর উদ্বোধনী অনুষ্ঠান। ফ্যাশন হাউসটির উদ্বোধন করেন কামরুন নাহার শেরিফ। ফ্যাশন শোতে অংশ নেন দেশসেরা মডেলরা।

হায়ার কর্ণধার কণক শরিফ জানান, বাংলাদেশে এটাই প্রথম ফ্যাশন হাউস, যেটি আর্ন্তজাতিক অঙ্গনে বড় বড় ডিজাইনারদের ডিজাইন করা পোশাক নিয়ে যাত্রা শুরু করলো। বিশ্বমানের পোশাকের পাশাপাশি বড় ব্যান্ডের পণ্যও মিলবে এখানে।

হায়ায় পাওয়া যাচ্ছে স্যুট, শার্ট, প্যান্ট, শাড়ি, লেহেঙ্গা, গাউন, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেডিস ব্যাগ, জুতা, পারফিউমসহ অনেক কিছু।

ভারতের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা, সত্য পাল, সঙ্গীতা শিবরানি, সব্যসাচীর ডিজাইন করা শাড়ি, লেহেঙ্গা, গাউন ও পাঞ্জাবি রয়েছে ফ্যাশন হাউসটিতে। প্রখ্যাত ডিজাইনার সঙ্গীতা শিবরানি বাংলাদেশে শুধু হায়ার জন্যই ডিজাইন করবেন।

ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের বাহারি সব পোশাক এবং অন্যান্য সামগ্রী পাওয়া যাবে হায়ায়। বিশ্বমানের পোশাক সুলভ মূল্যে ফ্যাশন সচেতন, আধুনিক ও রুচিশীল মানুষের কাছে পৌঁছে দেওয়াই হায়ার মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফ্যাশন হাউসটির কর্মকর্তারা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।