যে কোনো উৎসবকে নান্দনিক করতে তারুণ্যের ফ্যাশন হাউস ব্যাঙ আয়োজন করে উৎসব নির্ভর পোশাক। তারই ধারাবাহিকতায় ইংরেজি নববর্ষে ব্যাঙ বাজারে এনেছে ফ্যাশনেবল শীতে পার্টিতে পরার জন্য পুরুষের পোশাক।

undefined
এবারের পোশাকের তালিকায় রয়েছে ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবি, ব্লেজার, সোয়েটার, প্রিন্সকোটসহ নানারকম মানানসই পোশাক।
শীতের এই হিম হিম হাওয়ায় নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করতে বেছে নিন ব্যঙ-এর পছন্দের পোশাকটি।
বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৯৭৭১১২২৬৪