রাজধানীর গুলশানে সোমবার (৪ জানুয়ারি) মিরাকি রেস্টুরেন্ট যাত্রা শুরু করেছে। এটি রাজধানীর প্রথম ইউরোএশিয়ান রেস্টুরেন্ট।
গৃহায়ন ও গনপুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে মিরাকি রেস্টুরেন্টের উদ্বোধন করেন। এসময় মিরাকির চেয়ারপারসন ইয়াসমিন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সুমনা আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
![](files/Meraki_inner_230547114.jpg)
মিরাকিতে রয়েছে বৈচিত্র্যময় খাবারের সম্ভার। আধুনিক সুবিধা ও সুসজ্জিত পরিবেশের সমন্বয়ে মিরাকি রাজধানীর অন্যতম আকর্ষণীয় রেস্টুরেন্ট হবে বলে আশা করছেন মালিকপক্ষ।
ঠিকানা: ১৮৮ গুলশান অভিনিউ, গুলশান ২, ঢাকা।