ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফুড হাবের যাত্রা শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ফুড হাবের যাত্রা শুরু

সম্প্রতি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যালয়ে উদ্বোধন হলো দেশের অন্যতম খাবারের অনলাইন সাইট ফুড ফুড হাবের। সবচেয়ে কম সময়ের মধ্যে এবং ঝামেলা বিহীন ভাবে খাবার ভোক্তার কাছে দেওয়ার লক্ষ্যে ফুড হাবেরে এই পথচলা।



ফুড হাব এই মূহুর্তে শুধুমাত্র রাজধানী ঢাকাতে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ অব্দুল হক, দিনরাত্রি ডট কম এর স্বত্বাধিকারী শাহাব উদ্দিন শিপন, কিনলে ডট কম এর স্বত্বাধিকারী সোহেল মৃধা।  

ফুড হাবের উদ্যোক্তা মাসুম ইবন শিহাব বলেন, খাবার মানুষের প্রধান মৌলিক চাহিদা। তাই দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার
লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ক্রেতা কর্মদিবসের যেকোনো সময় আমাদের ওয়েবসাইটে তাদের পছন্দের খাবারের অর্ডার করতে পারবেন।

ফুড হাবের ওয়েবসাইট ঠিকানা: www.foodhubbd.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।