ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

‘ফ্যাশন মাই ইন্সপাইরেশন’ এর প্রদর্শনী শুরু

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
‘ফ্যাশন মাই ইন্সপাইরেশন’ এর প্রদর্শনী শুরু

এ সময়ে আমাদের পোশাকের চাহিদা শুধু মাত্র প্রয়োজনে সীমাবদ্ধ নয়। তার সঙ্গে যোগ হয়েছে ফ্যাশন সচেতনতা।

পেশায় সফল স্থপতি রুমানা খন্দকারের একক পোশাক প্রদর্শনী চলছে আঁলিয়স ফ্রঁসেজের গ্যালারি জুমে।   ১৫ জুলাই  থেকে শুরু হওয়া প্রদর্শনী ২৮ জুলাই পর্যন্ত চলবে।

‘ফ্যাশন মাই ইন্সপাইরেশন’ শিরোনামের প্রদর্শনীটি উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামিদুজ্জামান এবং আইভি জামান।

উদ্বোধন অনুষ্ঠানের পর আলাপকালে রুমানা বলেন, সঙ্গে ফ্যাশন সচেতনতা, স্থাপত্যের কম্পোজিশন,রং এবং ডিজাইন তাকে অনুপ্রাণিত করে ফ্যাশন ডিজাইনে। তিনি আরও জানান,   এর আগে বিভিন্ন ফ্যাশন প্রতিযোগিতা অংশ নেন এবং ২০০৫ ও ২০০৭ এ অন্যদিন বেক্সিফেব্রিকস্ ঈদ ফ্যাশন আওয়ার্ড পান এবং ২০১০ এ সাপ্তাহিক ২০০০ এ আওয়ার্ড পান।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।