ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

বাকলাভা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, জুন ১৫, ২০১৭
বাকলাভা বাকলাভা

আমরা নিয়মিত পাঁচ তরকা হোটেলগুলোর ইফতারের আয়োজন নিয়ে খবর পড়ছি। আজ আপনাদের ইফতারে তৈরির জন্য পাঁচ তরকা হোটেল লা মেরিডিয়ানের জনপ্রিয় আইটেম বাকলাভার রেসিপি।  

উপকরণ: 
    
ফিলো পেস্ট্রি ০১ প্যাকেট
ঘি ৩০০ গ্রাম
পেস্তাবাদাম ২০০ গ্রাম

চিনি সিরাপের জন্য: 
    
চিনি ৫০০ গ্রাম
পানি ২৫০ গ্রাম
লেমন স্ল্যাইস ০২ পিস

প্রণালী: 
প্রথমে ফিলো পেস্ট্রি নিয়ে তার ওপর ঘি ব্রাশ করতে হবে। এরপর পেস্তাবাদাম দিয়ে একটি স্টিকের সাহায্যে ফিলো পেস্ট্রি টি রোল করে নিন।

 

এভাবে সবগুলো ফিলো পেস্ট্রি রোল করা হয়ে গেলে কেটে ছোট ছোট টুকরো করে ওভেনে বেক করতে হবে ১৮০০ সে. তাপমাত্রায় ২৫ - ৩০ মিনিট।

বেক হয়ে গেলে ঠাণ্ডা চিনির সিরাপ ওপর ঢেলে দিতে হবে। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।