ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চিন্তা যখন বিদ্যুৎ বিল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
চিন্তা যখন বিদ্যুৎ বিল চিন্তা যখন বিদ্যুৎ বিল

আমাদের আজকের এই সহজ-আয়েশি জীবন বিদ্যুতের উপহার বললেও বাড়িয়ে বলা হবে না। বিদ্যুৎ কিছুক্ষণ না থাকলে যেমন আমাদের মধ্যে অস্থিরতা শুরু হয়, ঠিক তেমনি গরমেই এই কয়েক মাসের বিদ্যুৎ বিল দেখেও অনেকেই আৎকে ওঠেন।  

অনেকেই আবার ভাবি, আমি তো ইলেকট্রনিক্স সামগ্রী অনেক কম ব্যবহার করি, তবুও এত বিল আসে কেন! কিন্তু অনেক সময় আমাদের কিছু অবহেলা থাকে, যার ফলেও বিদ্যুতের বিল বেশি আসে।  

বিদ্যুৎ বিল হাতের নাগালে রাখতে চাইলে আমাদের যা করতে হবে: 

ফাঁকা ঘরে অপ্রয়োজনে বাতি, ফ্যান, এসি চালিয়ে রাখবেন না।

রুম থেকে বের হওয়ার সময় নিজেই খেয়াল করে সুইচগুলো অফ করে রাখুন।

মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন না তখন প্লাগ খুলে রাখুন। প্লাগ লাগিয়ে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যৎ টানে।

গরম কালে এসি চালালে তরতর করে বাড়ে বিদ্যুৎ বিল। অপ্রয়োজনে এসি না চালিয়ে ফ্যান চালান। এতে খরচ অনেক কমে যাবে।

রান্না করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে খাবার বের করে পানিতে রেখে বরফ ছাড়িয়ে নিন। বার বার মাইক্রোওয়েভ চালিয়ে ডিফ্রস্ট করলে বিদ্যৎ বেশি খরচ হয়।

কম্পিউটার যখন ব্যবহার করবেন না তখন বন্ধ করে রাখুন। এতে বিদ্যুৎ কম খরচ হবে।


রেফ্রিজরেটরের তাপমাত্রা রাখুন ২ ডিগ্রি সেন্টিগ্রেডে। আর ফ্রিজারের তাপমাত্রা রাখুন -১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। এতে খাবার সুরক্ষিত থাকবে। বেশি ঠান্ডা করে রাখলে বিদ্যুৎ নষ্ট হয়।

এসির তাপমাত্রা অবশ্যই ২৫ এ রাখুন, মনে রাখবেন, গরমকালে ঘরের তাপমাত্রার সাথে বাইরের তাপমাত্রার পার্থক্য ৭ ডিগ্রির বেশি থাকা উচিত নয়।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।