ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উত্তরায় ক্যাটস আই ফ্ল্যাগশিপ স্টোর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
উত্তরায় ক্যাটস আই ফ্ল্যাগশিপ স্টোর  ক্যাটস আই

ক্যাটস আই-যাত্রা শুরু হয়েছিল আশি দশকের প্রথমলগ্নে, দিনে দিনে সেই যাত্রা আজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি অন্যতম ফ্যাশন আইকন হিসেবে।

রাজধানীর সবচেয়ে উত্তরের বাসিন্দাদের সেবা দিতেই ক্যাটস আই- এর ফ্ল্যাগশিপ স্টোর এবার রাজধানীর উত্তরাতে।  

৬ আগস্ট থেকে উত্তরা সেক্টর ৭ এর সোনারগাঁ জনপদ সড়কে নতুন স্টোরের উদ্বোধন করেন ক্যাটস আই এর প্রাক্তন এবং নতুন দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ এবং জোহাদ।

 

হাবিব ওয়াহিদ এ সময় বলেন, ক্যাটস আই শুধু পণ্য বিক্রি নয়, এর গুণগত মানও নিশ্চিত করছে। তারুণ্য নির্ভর নিত্যনতুন উদ্ভাবনী ট্রেন্ড  পোশাকে তুলে ধরছে। ফ্ল্যাগশিপ এই স্টোরটি দিয়ে নিজেকে নতুন করে সাজিয়েছে ‘ক্যাটস আই’। ক্যাটস আই 

উত্তরার এ শোরুমটিতে ঢুকলেই সেই পরিবর্তন চোখে পড়বে সবার। ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দস বলেন, আমাদের সব প্রচেষ্টার সমন্বয়ে ফ্ল্যাগশিপ  স্টোর  আর এখানে তরুণ-তরুণীদের পোশাকের সর্বশেষ কাট ও ডিজাইনের পোশাক পাওয়া যাবে।  

এটি ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই এর ৩১ তম এই স্টোর।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।