ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অ্যালকোহলের প্রতিক্রিয়া 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
অ্যালকোহলের প্রতিক্রিয়া  .


ভয়াবহতা জেনেও বিশ্বে অ্যালকোহল গ্রহণকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু এই অ্যালকোহলের কারণেই কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে তার হিসেব নেই। অ্যালকোহলের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই:

অ্যালকোহল গ্রহণে শরীরে স্বল্পমেয়াদী প্রভাব

•    ঘুমঘুম ভাব হওয়া
•    বমি হওয়া  
•    হজম শক্তি কমে যাওয়া
•    মাথা ব্যথা
•    শ্বাসপ্রশ্বাসে সমস্যা
•    শ্রবণ শক্তি হ্রাস পাওয়া
•    দৃষ্টিশক্তি কমে যাওয়া
•    কাজে অমনোযোগী হওয়া
•    রক্তে কণিকার পরিমাণ কমে যাওয়া
•    স্মৃতিশক্তি কমে যাওয়া

শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব
 
নিয়মিত অ্যালকোহল পানের ফলে বিভিন্ন রকম দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।
•    উচ্চ রক্তচাপ
•    হৃদপিণ্ডের নানা জটিলতা
•    লিভার অকার্যকর হওয়া
•    শারীরিক প্রজনন ক্ষমতা কমে যাওয়া
•     ভিটামিন ‘এ’ এর মাত্রা কমে যায়
•    পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি 
•    মুখের বা গলায় ক্যানসার হওয়া
•    পাকস্থলিতে প্রদাহ হওয়া

অ্যালকোহল শুধু আমাদেরকে শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে না সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্থ করছে পারিবারিক এবং সামাজিকভাবেও।

তাই পরিবারের, সমাজের এবং নিজের কথা চিন্তা করে আমাদের শুধু অ্যালকোহলই নয় সব ধরনের নেশা দ্রব্য গ্রহন থেকেই দূরে থাকতে হবে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।