ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

প্রিয় খাবারের খোঁজ খাজানায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৬, অক্টোবর ২৬, ২০১৭
প্রিয় খাবারের খোঁজ খাজানায় .

ভারতীয় খাবারের জনপ্রিয় রেস্তোরাঁ খাজানা। প্রায় ২০ বছর ধরে খাবার এবং তাদের আতিথেয়তা দিয়ে আস্থা ও খ্যাতি অর্জন করেছে রেস্তোরাঁটি।   

অতিথিদের জন্য রাজধানীর গুলশান ২ –এ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় নতুন শাখায় যাত্রা শুরু করছে। বিশ্বের নাম করা শিল্পীদের চম‍ৎকার সব পেইন্টিংস দিয়ে রাজকীয় সাজে সুপরিসর জায়গা নিয়ে বিলাসবহুল রেস্তোরাঁটিতে ১৫০ অতিথি একসঙ্গে খেতে পারবেন।

 .

পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে এখানে  রয়েছে প্রাইভেট ডাইনিং রুম। আর কর্পোরেট ইভেন্টগুলোর জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা।  

খাজানার বিখ্যাত মিঠাইগুলো পাশেই রয়েছে, যেন অতিথিরা পছন্দমতো স্বাদ নিতে পারেন।  

.ঠিকানা: হাউস নং এনডব্লিউ (১) -৮, রোড নং -৫১, গুলশান ২।  
01711476379 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।