ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঠিক যেমন চুল চাই

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ঠিক যেমন চুল চাই ঠিক যেমন চুল চাই

শীতে সব থেকে অবহেলিত থাকে আমাদের চুলগুলো। এসময়টায় নিয়মিত যত্ন নেয়াটাও হয়না। ফলে চুল হয়ে যায়-নিস্প্রাণ। 

এই অবস্থায় মন খারাপ না করে, চুলে শুধু একটি ডিম দিন আর ফিরে পান হারানো সৌন্দর্য, সেই সঙ্গে চুল হবে আরও ঝলমলে প্রাণবন্ত।  

কারণ, ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম রুক্ষ চুল সিল্কি ও ঘন করে।  

কাঁচা ডিমের গন্ধ অনেকে পছন্দ করেন না, তারা তাইলে একটা ডিমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই মিশিয়ে ব্যবহার করতে পারেন। অথবা একটি পাতি লেবুর রসও দিতে পারেন ডিমের সঙ্গে।  

সপ্তাহে একদিন পুরো চুলে ডিম মেখে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। এবার পছন্দের কন্ডিশনার লাগিয়ে নিন।  

প্রথম দিনই চুল শুকানোর পরে পরিবর্তন দেখে সত্যিই অবাক হয়ে যাবেন।  


  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।