ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ছোটদের জন্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ছোটদের জন্য বৈশাখের পোশাকে শিশুরা

আসছে বৈশাখ। পহেলা বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসবে বর্ণিল সব পোশাকে ঘটে আনন্দের বহিঃপ্রকাশ। সেই আনন্দকে বাড়িয়ে দিতে পরিবারের ছোটমণিদের জন্য বাজারে এসেছে হরেক রকম পোশাকের সম্ভার।

শুধু নববর্ষ কেন, আমাদের সব উৎসবেই আনন্দ আর আকর্ষণের মূল জায়গা দখল করে থাকে ছোট শিশুরা। বড়দের পোশাক কেনা যতটা জরুরি তার চেয়ে অনেক বেশি প্রয়োজন ছোটদের জন্য।

ছোটদের বৈশাখের পোশাকে লাল সাদা রং তো রয়েছেই, এর সঙ্গে যুক্ত হয়ছে উজ্জ্বল নীল, সবুজ, হলুদ, কমলা।  

বৈশাখের পোশাকে শিশুরামেয়ে শিশুদের জন্য: ছোট সেলাই করা শাড়ি, থ্রিপিস, ফ্রক, চুড়ি।

ছেলে শিশুদের জন্য রয়েছে, পাঞ্জাবি, ধুতি, ফতুয়া, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে দোপাট্টা, পায়ের নাগরা।

এসব পোশাক ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। পহেলা বৈশাখে গরম থাকে এজন্য শিশুদের আরামের দিকটি লক্ষ্য রেখে পোশাকগুলো তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে সাদা, লাল, কমলা, সাদা, মেরুন ও হলুদকে প্রধান্য দেওয়া হয়েছে।

শিশুদের জন্য রঙ বাংলাদেশ, লারিভ, সাদাকালো, নগরদোলা, মেঘ, শৈশব, আড়ং, নিত্যউপহারসহ রাজধানী ও সারাদেশের ফ্যাশন হাউসই পোশাক তৈরি করেছে।  


ডিটসি ফ্লোরাল প্যাটার্ন, কালার ব্লকিং ও সিলহোটি সমৃদ্ধ এসব পোশাক যেকোনো আনন্দ উদযাপনে শিশুদের মধ্যমণি করে তুলবে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।