ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নারীরা বয়স ৫ বছর কম ভাবতে ভালবাসে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
নারীরা বয়স ৫ বছর কম ভাবতে ভালবাসে! রূপ সচেতন নারী

নিয়মিত ব্যায়াম, ডায়েটিং, রূপচর্চা, হেয়ারস্টাইল, পোশাক, হালকা সাজ-গোজ প্রায় প্রতিটি সচেতন নারীর লাইফস্টাইলের অংশ। কিন্তু এতো প্রস্তুতির মূল কারণ জানলে সত্যি অবাক হতে হয়। 

কারণ নারীরা নিজেদের আসল বয়স থেকে ৫ বছর কম বয়সের তারুণ্য ধরে রাখতে পছন্দ করেন। তারা মনে করেন দেখতে সুন্দর ও আকর্ষণীয় থাকলেই তাদের বিবাহিত জীবন সুখের হবে।

তবে তাদের এই বিশ্বাসে ৪৫ বছর বয়সের পরে গিয়ে পরিবর্তন আসে বলেও সম্প্রতি এক জরিপে উঠে এসেছে। ডেইলি এক্সপ্রেস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।  

নারীদের এই প্রবণতা ৩০ বছরের পর থেকেই শুরু হয়। জরিপে দেখা যায়, প্রতি ১০ জন নারীর মধ্যে অর্ধেকের বেশি বিশ্বাস করেন যে তাদের কোমল ত্বক, ফিট ফিগারের কারণে তারা আসল বয়সের তুলনায় পাঁচ বছরের কম বয়সীদের মতোই দেখতে।  

ল্যানকম অ্যাডভান্সড জেনেফিক নামের একটি প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান জরিপটি পরিচালনা করে। সেখানকার মুখোপাত্র ভিক্টোরিয়া ক্যাম্পবেল বলেন, কম বয়সী দেখাতে নারীরা নিয়মিত ত্বক, চুল ও দাঁতের যত্ন নেন। ত্বক রোদ থেকে রক্ষা করতে তারা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেন। খাবারের বিষয়েও নারীরা বেশ সচেতন।    
 

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮ 
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।