ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

যত্নেই মেলে সুন্দর চুল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
যত্নেই মেলে সুন্দর চুল যত্নেই মেলে সুন্দর চুল

আমরা ত্বক নিয়ে বেশ সচেতন থাকি, তৈলাক্ত ত্বকের জন্য কোন প্রশাধনী, শুষ্ক ত্বকে কোনটি। কিন্তু চুলের ক্ষেত্রে ধরণ অনুযায়ী যত্ন অনেক সময়ই নেয়া হয়না। 

 জেনে নিই কেমন চুলের কীভাবে যত্ন নিতে হবে: 

তৈলাক্ত চুল

•    তৈলাক্ত চুলে ময়লা বেশি হয় তাই 
•    প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করুন
•    সামান্য পরিমাণে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন
•    শ্যাম্পুর পর কন্ডিশনার লাগিয়ে তিন মিনিট রেখে ধুয়ে নিন।  
•    বেশি হেয়ারড্রেয়ার ব্যবহার করবেন না 
•    অতিরিক্ত আচঁরানোও যাবেনা 
•    শ্যাম্পু করার পর সপ্তাহে অন্তত একদিন একমগ পানিতে একটি লেবুর রস নিয়ে চুল ধুয়ে ফেলুন।

 


শুষ্ক চুল

•    চুল শুষ্ক হলে সহজেই ভেঙে যায়, ফেটে যায়। তাই যত্নটাও একটু বেশি নিতে হয় 
•    সপ্তাহে চারদিন শ্যাম্পু ব্যবহার করুন
•    প্রতিবার শ্যাম্পু করার পরে একটি ক্রিম কন্ডিশনার ব্যবহার করুন 
•    চুলে দুই টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম ম্যাসাজ করুন
•    সপ্তাহ দুই দিন গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ৩০ মিনিট মাথায় জড়িয়ে রাখুন।  


স্বাভাবিক চুল  
•    স্বাভাবিক চুলের জন্য খুব বেশি কষ্ট করতে হয়না।  
•    নিয়মিত চুল পরিষ্কার আর মাঝে মাঝে একটু বাড়তি যত্ন, এইতো...
•    সপ্তাহে একদিন একটি ডিম, ২ চা চামচ মধু, ২ চা চামচ আমলকির রস, ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট 
•    এরপর পছন্দের শ্যাম্পু দিয়ে করে চুল ধুয়ে ফেলুন।


যত্নের অভাবে চুল নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে যায়। নিয়মিত যত্নেই চুল হবে মনের মতো। চুল সব সময় পরিষ্কার রাখতে হবে। আর শ্যাম্পু-কন্ডিশনার অবশ্যই ভাল কোম্পানির হতে হবে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮ 
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।