ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বয়স মাত্র তো ৪০! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
বয়স মাত্র তো ৪০!  ফিট থাকতে

দিনে দিনে বয়স বেড়ে ৪০-এর কোঠায়।  জীবনের একটি বড় সত্য হচ্ছে এই বয়সে নানা ধরনের অসুস্থতা বাসা বাঁধতে শুরু করে আমাদের শরীরে। 

আমরা যদি জীবনযাপনের ওপর নিয়ন্ত্রণ করতে পারি, তবে ৪০-এর অনেক পরেও সুস্থ ও ফিট থাকতে পারব।  

এজন্য যা করতে হবে: 

•    ৪০তম জন্মদিন সামনে রেখে পুরো শরীরের চেকআপ করিয়ে নিন

•    ওজন নিয়ন্ত্রণে রাখুন

•    ফিট থাকতে নিয়মিত ব্যায়াম করুন 

•    প্রতিদিন হাঁটুন  

•    রক্তে গ্লুকোজের মাত্রা জেনে নিন 

•    ক্যালোরি হিসাব করে খাবার খান, এজন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন 

•    আমাদের দেহের ওপরের পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, তবে অন্তর্নিহিত কারণগুলো অনেক সময় নাও বোঝা যেতে পারে।

তাই হরমোনের বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে 

•    স্বাস্থ্যকর চিকেন, মাছ, বাদাম, সবজি ও টাটকা ফল রাখুন প্রতিদিনের খাবারে 

•    নারীদের এই বয়স থেকেই হাড়ক্ষয় শুরু হতে থাকে, এজন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ-ডিম, কলিজা খেতে হবে 

•    সব ধরনের মাদক গ্রহণ থেকে বিরত থাকুন 

•    দুশ্চিন্তা দূরে রেখে, হাসি-খুশি থাকুন 

•    অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপের অন্যতম কারণ, শরীরও ক্লান্ত হয়ে যায়। প্রয়োজনে প্রযুক্তির সাহায্যে পরিমিত সময়ে গুছিয়ে কাজ করুন  

•    নিশ্চিত ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন 

•    চিকিৎসা, সন্তানের শিক্ষা এমন গুরুত্বপূর্ণ প্রয়োজনের জন্য বীমা করে রাখতে পারেন 

•    পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে 

•    ৪০-এ পরিবার এবং বন্ধুদের সময় দিন, আনন্দে ভরে তুলুন নিজের চারপাশ।  

যেকোনো ধরনের সমস্যা অনুভব করলেই চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।