ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

নতুন পণ্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, নভেম্বর ২২, ২০১১
নতুন পণ্য

জেনে নিন চলতি সপ্তাহে চেইনশপগুলোর নতুন পণ্য তালিকা:

আগোরা
চেইনশপ আগোরা চলতি সপ্তাহে এনেছে হিফস নুডলস ৩৫০ গ্রাম, মূল্য-৩২ টাকা, মাউথ ফ্রেশনার পান ডিলাইটস ১০০ গ্রাম ১১৫ টাকা, প্রাণ গর্লিক টোস্ট ৪৫ টাকা, ম্যাকডোনাল্ড বিরিয়ানি মসলা ৫০ গ্রাম ৪০ টাকা, রেশমি বাসমতী চাল ৫ কেজি ৪৯৭ টাকা।

মীনা বাজার
গোল্ডেন হার্ভেস্টের চালের আটার রুটি ১০ পিস ৯০ টাকা, সানের কোরমা কারী ৫০ গ্রাম ৬১ টাকা, ইনস্ট্যান্ট এনার্জি গ্লোকোন ডি ১১০ গ্রাম ৪৫ টাকা, ডেলের মোটি জুস ১ লিটার ৪০০ টাকা।

চালের মধ্যে এসেছে রেশমি বাসমতী চাল ৫ কেজি ৪৯৭ টাকা, প্রাণ গার্লিক টোস্ট বিস্কুট ২৫০ গ্রাম ৪৫ টাকা, ফারগাটা অলিভ অয়েল ১ লিটার ৫৫০ টাকা, কিংস সান ফ্লাওয়ার অয়েল ২ লিটার ২৫৬ টাকা।

নন্দন
এ সপ্তাহে নন্দনে এসেছে রাজ বাসমতী চাল প্রতি ৫ কেজি ৫৯৫ টাকা, পাই স্পেশাল টোস্ট ৩৫০ গ্রাম ৫০ টাকা, প্রেস্টিজ টোস্ট ৩০০ গ্রাম ৯০ টাকা, ডায়মন্ড অ্যালুমিনিয়াম ফয়েল ১৩৫ টাকা, মিল্কম্যান মিল্ক পাউডার ৪০০ গ্রাম ২৮৫ টাকা, তীর পিউর ক্যানোলা অয়েল ২ লিটার ২৫৬ টাকা, ঘরোয়া ফ্রুট ১০০ গ্রাম ৯৭ টাকা, ইফাদ ব্রাউন আটা প্রতি কেজি ৩৫ টাকা, সজীব বারবি কিউ নুডলস ১৮০ গ্রাম ২০ টাকা, নানা`স ক্রাস অ্যাপেল ৭০০ গ্রাম ৩০০ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।