তবে যদি সম্পর্কে খারাপ সময় আসে, সম্পর্ক ভেঙে যায়, তখন আর এটি নীরবে হয় না। অনেক সময়ই এতদিনের প্রিয়জন হঠাৎ করেই হয়ে যায় প্রতিপক্ষ।
আর প্রতিপক্ষের প্রতি সব দোষ-দায় চাপিয়ে অন্যের কাছে তাকে ছোট করতেই যেন ব্যস্ত হয়ে উঠি আমরা।
মনে রাখতে হবে একটি সম্পর্ক যেমন একজনের ইচ্ছায় তৈরি হয় না। তেমনি সম্পর্ক ঠিকভাবে না আগালে শুধু একজনের ওপর দোষ চাপানোও ঠিক নয়।
অন্যজনকে সব দায় দিয়ে সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেয়ার আগে একবার চিন্তা করে দেখুন তো:
• এই সম্পর্ক আপনাকে শুধু কষ্টই দিয়েছে নাকি একটু সুখীও করতে পেরেছে
• শেষ করে না দিয়ে দু’জন মিলে আন্তরিক হলে সম্পর্কটা আবার আগের মতো কি হতে পারে
• যদি সম্ভাবনা থাকে, তবে আপনার দিক থেকে পুরোপুরি আন্তরিক থাকবেন তো
• সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি আপনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন
• সঙ্গীর সঙ্গে ঝগড়া হচ্ছে, এজন্য কি শুধুই সে দায়ী?
এসব প্রশ্নের উত্তরে যদি মনে হয়, কিছু ভুল ছিল দু’জনেরই। তবে চেষ্টা করুন সেগুলো কাটিয়ে উঠে নতুন করে শুরু করতে। আর যদি বোঝেন এই সম্পর্ক আর ঠিক হবে না। এটা থেকে বেরিয়ে যাওয়াই ভালো, তাহলে এতদিনের সম্পর্ককে মূল্যায়ন করুন।
কোনো ভাবেই অন্যকে হেয় করার জন্য তার এমন কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, যা তিনি আপনাকে বিশ্বাস করে জানিয়েছিলেন। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আলাদা পথে হাঁটুন।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসআইএস