ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিটি বাড়িতে সেলাই মেশিনের প্রয়োজন হয় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
প্রতিটি বাড়িতে সেলাই মেশিনের প্রয়োজন হয়  সেলাই মেশিনে কাজে ব্যস্ত নারী

কোনো নারীকে স্বাবলম্বী করার কথা মাথায় এলে, কীভাবে সাহায্য করা হবে, এই ভাবনায় প্রথম আসে একটি সেলাই মেশিন। তার মানে আমরা জানি এবং বিশ্বাস করি একটি মাত্র সেলাই মেশিন একজন নারীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এতো গেলো বড় পরিসরে চিন্তা। 

কিন্তু প্রতিটি মানুষই তার পোশাকের বিষয়ে সচেতন। পোশাকের কাজ-সেলাই হতে হবে মনের মতো।

এজন্য সবাই নির্ভর করে টেইলার্সের ওপর। অনেকের আবার টেইলার্সের কাজও ভালো লাগে না। নিজেই বসে যান পোশাকের ফিটিং করতে।  

প্রতিদিনই আমাদের নানা কাজে একটি সেলাই মেশিনের প্রয়োজন হয়। প্রতিটি বাড়িতে হয়তো এখনো সেলাই মেশিন নেই, তবে দিন দিন চাহিদা বাড়ছে।  

ঘরে যদি একটি মেশিন থাকে, তবে অনেক কাজে দেয়। ছোট ছোট কাজগুলো শিখে নিলে বারবার টেইর্লাসে ‍যাওয়ার ঝামেলাও কমে। সেই সঙ্গে বাঁচে সময় ও অর্থ।  


ভালোভাবে কাজ শিখলে নিজের পরিবারের কাজ করে অর্থ বাঁচে, আবার বাড়তি আয়ও করা যায়। বাজারে অনেক ধরনের সেলাই মেশিন পাওয়া যায়। তবে দীর্ঘ দিন ধরেই সিঙ্গার ও বাটার ফ্লাই সেলাই মেশিনই সবার পছন্দ।  

ঘরে কাজ করতে হাতে চালানো ও পা মেশিন পাওয়া যায়। চার হাজার থেকে শুরু মেশিনের দাম। আর পায়ে চালাতে হলে মেশিনের সঙ্গে স্ট্যান্ড কিনতেও খরচ পড়বে ৫ থেকে ছয় হাজার টাকা। নির্দিষ্ট শোরুম থেকে বারকোড দেখে আসল মেশিন কিনুন। ওয়ারেন্টি কার্ড বুঝে নিন ও যত্নে রাখুন।

সেলাই মেশিন পরিষ্কার রেখে নিয়মিত যত্ন নিতে হবে। সুঁই যেন এখানে সেখানে পড়ে থেকে বড় কোনো দুর্ঘটনা না ঘটে, এদিকে বিশেষভাবে লক্ষ রাখুন।

মেশিন চালানো ও কাজ করার অভিজ্ঞতা না থাকলে স্বল্প মেয়াদের একটি প্রশিক্ষণ নিয়ে নিন।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।