ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জানেই তো ভালোবাসি… 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
জানেই তো ভালোবাসি…  বন্ধুত্বপূর্ণ দাম্পত্য সম্পর্ক

ফারহান-বিভার দিয়ে হয়েছে বেশ কয়েক বছর। পারিবারিকভাবে বিয়ে হওয়ায় শুরুতে ফারহানের অনেকটা সময় লেগেছে বিভার সঙ্গে সহজ বন্ধুত্বপূর্ণ দাম্পত্য সম্পর্কে যেতে। 

বিভার ভালো লাগে এমন অনেক কিছুই করে ফারহান। কিন্তু মুখে কখনোই বলেনি ‘ভালোবাসি’।

আর এটা নিয়ে বিভার মনে লুকানো একটা কষ্ট রয়েই গেছে। আপনাদের সম্পর্কেরও কি এই অবস্থা? প্রিয় মানুষটিকে ফিল করেন, তিনি দূরে গেলে মিস করেন, তার ভালো কিছুতে আনন্দে ভাসেন অথচ কখনো মুখে বলেননি বা লিখেও জানানো হয়নি- ভালোবাসি? 

এতদিন যা হয়েছে, হয়েছে। আজই পরিকল্পনা করুন ‘ভালোবাসি’ বলার। জানেন তো ‘ভালোবাসি’ শব্দটিরই আলাদা শক্তি আছে, যা আপনাকে ভালোবাসার মানুষের মনের খুব কাছে, বিশ্বাসে আর আস্থায় রাখতে পারে সারা জীবন।  

সরাসরি বলতেই পারছেন না? তাহলে যা করতে পারেন: 

•    আজ প্রিয় মানুষটির জন্মদিন বা বিশেষ কিছুই না। তারপরও তাকে পছন্দের একটি উপহার দিন 

•    দু’জন মিলে চলে যান বাইরে ঘুরতে। সময় নেই? বেশ তো দু’জন মিলেই রান্না করুন। একসঙ্গে কাজ করার সময় তার রান্নার প্রশংসা করতে ভুলবেন না যেন 

•    প্রতিদিন কফি সঙ্গীই বানিয়ে আনেন? আজ না হয় আপনিই করে দিন, তাকে সঙ্গে নিয়ে কফির মগে চুমুক দিতে দিতে উপভোগ করুন পছন্দের কোনো মুভি 

•    বাইরে খেতে গেলে সঙ্গীর পছন্দের গুরুত্ব দিন জায়গা এবং মেনু্য বাছাই করতে 

•    পুরোনো সাজে দেখতে দেখতে নিজেকেই নিজের ভালো লাগে না, সঙ্গীর কেন লাগবে? যত্ন নিন, সুযোগ থাকলে চুলের স্টাইল বদলে দেখতে পারেন। সাজ-পোশাকেও আনতে পারেন পরিবর্তন। মোটকথা নিজেকে আকর্ষণীয় করে তুলুন 

•    দাম্পত্য সম্পর্কটি রোমান্টিক-তাতে রোমান্স না থাকলে হয়! এ সবকিছুই কিন্তু ভালোবাসারই প্রকাশ 

•    আপনার এই পরিবর্তনগুলো আপনার সঙ্গীটি কিন্তু ঠিকই নোটিস করবেন। হয়ত জানতেও চাইতে পারেন, এসবের কারণ কী? এটাই সুযোগ, উত্তরে জানিয়ে দিন, সব কিছুই তার জন্য, তার প্রতি ভালোবাসা...

প্রিয়জনকে ভালো রাখা আর তার সঙ্গে ভালো থাকার জন্য একটু নাটকীয়তা চলতেই পারে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসআইএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।