অনেকেই দুঃখ করেন, সাজলেই একটু পরে ভেসে ওঠে। আপনারও এমন হয়? মেকআপ করার পরেও কীভাবে ন্যাচারাল দেখাবে।
• ত্বক পরিষ্কার করে প্রথমে ময়েশ্চারাইজার মাখুন
• প্রাইমার ঘষে নিন, এতে নো মেকআপ লুক বেশিক্ষণ স্থায়ী হবে
• ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে খুব ভালো করে মিশিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিন
• এবার ব্রাশ দিয়ে চিবুক, কপাল ও গালের ভেতরের দিকে হাইলাইটার লাগান
• খুব হালকা টানে গালের শেষ প্রান্তে ত্বকের চেয়ে গাঢ় শেডের ব্লাশন বুলিয়ে নিন
• চোখের ওপরের ও নীচের পাতায় লাগান ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ন্যাচারাল রঙের আইশ্যাডো
• চোখের পাপড়িতে একবার মাশকারা লাগিয়ে নিন
• ন্যাচারাল রঙের লিপস্টিক বা লিপগ্লস লাগিয়ে নিলেই পেয়ে যাবেন নো মেকআপ লুক।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআইএস