আগের চেয়ে বর্তমানে কাজের মিডিয়াতে কাজের সুযোগ যেমন বেড়েছে, তেমনি সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে খুব সহজে পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়ার।
আর সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে একজন সেলিব্রেটি হতে হলে যে কাজগুলো করতে হবে:
• বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন।
• আপনার যে বিষয়ে আগ্রহ চেষ্টা করুন সে বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে যুক্ত থাকতে
• যে কোনো প্রোফাইল দেখলেই নিজে থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর থেকে বিরত থাকুন
• প্রয়োজনীয় কথা অবশ্যই বলবেন, তবে অযথা কাউকে বিরক্ত করবেন না
• সময় বোঝা খুব জরুরি, প্রত্যেকের নিজস্ব জীবন আছে, পরিবার আছে। বন্ধু বলেই রাত দুপুরে কাউকে প্রয়োজন ছাড়া নক করা যাবে না। যদি তিনি অনলাইনে থাকেন, তবুও না
• সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের বক্তব্য-অবস্থান তুলে ধরতে পারেন
• নিয়মিত প্রোফাইল পিকচার বদলান। মনে রাখবেন প্রোফাইলের ছবিটি আপনার রুচি এবং অবস্থান প্রকাশ করে
• আপডেট থাকুন, ভালো সাইটের নিউজ বা ভিডিও শেয়ার করুন
• বন্ধুদের পোস্টে লাইক, কমেন্টস করার সময় সতর্ক থাকুন
• ধর্মীয় ও রাজনৈতিক কট্টরপন্থিদের সঙ্গে তর্কে জড়ানো কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়
• কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে কাউকে ট্যাগ করবেন না
• আপনি যে বিষয় নিয়ে উৎসাহী, সেই বিষয়ের একটি পেজ শুরু করুন
• ফেসবুকের মাধ্যমে সামাজিক কর্তব্য পালন করুন। সেটা রক্তদান হতে পারে, দুঃস্থদের পাশে দাঁড়ানো হতে পারে কিংবা অন্য কিছু
• বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলবেন না।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসআইএস