হাতে গরম তেল-তরকারি লেগে পুড়ে গেলে ফোসকা থেকে বাঁচতে চটজলদি যা করতে হবে:
• ফোসকার ওপর পুরু করে টুথপেস্ট লাগিয়ে রাখুন। এতে ফোসকার ভেতরের জল খুব সহজেই শুষে যায়, জ্বালা ও ফোলাভাবও কমে।
• ডিমের সাদা অংশ লাগালেও শীতল অনুভব করবেন সঙ্গে ফোসকাও পড়বে না
• বেশ খানিকটা লবণ অল্প পানিতে মিশিয়ে পোড়া স্থান ভিজিয়ে রাখুন, ফোসকা হবে না, জ্বালাও কমে যাবে।
• কোথাও পুড়ে গেলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিন। এবার পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে পুরু করে মিন্ট পেস্ট লাগিয়ে নিন
• জ্বালা কমাতে ও দাগ সারিয়ে তুলতে অ্যালোভেরার জেল ব্যবহার করুন।
খুব সামান্য পুড়ে গেলে এসব ঘরোয়া পদ্ধতি ঠিক আছে। কিন্তু যদি বেশি পুড়ে যায় বা বেশি জ্বালা করে তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসআইএস