ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কাজু পোলাও 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
কাজু পোলাও  কাজু পোলাও

পূজায় অনেক বাড়িতেই তৈরি হয় নানা ধরনের মিষ্টি খাবার। সেই অনেক পদের মধ্যে পছন্দের আইটেমগুলো আপনিও তৈরি করতে পারেন। এমনই একটি মজার আইটেম কাজু পোলাও।

যা যা লাগবে: বাসমতি চাল তিন কাপ, এলাচ ৫টি, দারচিনি ২ টুকরো, তেজপাতা ৪টি, দুধ এক কাপ, ঘি এক কাপ, কাজু বাদাম আধা কাপ, কিশমিশ এক টেবিল চামচ, পানি, লবণ ও চিনি পরিমাণমতো। সামান্য জাফরান দুধে ভেজানো

যেভাবে করবেন: চাল ভালো করে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।

পাত্রে ঘি গরম করে এলাচ, দারচিনি ও তেজপাতা দিন। চাল, কাজু বাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে দিন। দুধে ভেজানো জাফরানও দিয়ে দিন। চাল সেদ্ধ হলে চুলার আঁচ কমিয়ে রেখে দিন ১০ মিনিট।  

সবশেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার কাজু পোলাও।  
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।