কিন্তু খেতে গেলেই দাঁত শিরশির করে? সেনসিটিভ দাঁতের জন্য জেনে নিন কিছু ঘরোয়া সমাধান:
• এক মগ গরম পানিতে সামান্য লবণ দিয়ে মুখে নিয়ে কয়েক সেকেন্ড রেখে কুলকুচো করে নিন
• মাউথওয়াশ ব্যবহার করলে গ্রিন টি সমৃদ্ধটি বেছে নিন
• ভ্যানিলা নির্যাস নিয়ে মাড়িতে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন
• হালকা গরম পানিতে এক চাচামচ মধু মিশিয়ে কুলকুচো করলেও একই কাজ হবে।
দাঁতে যদি ব্যথা হয় বা রক্ত পড়ে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসআইএস