ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নতুন বছরে - নতুন স্কুলে ‍যাওয়া

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
নতুন বছরে - নতুন স্কুলে ‍যাওয়া জিকরা আনোয়ারা (ভিকারুননিসা নূন স্কুল)

নতুন বছরের শুরুতেই শীতের সকালে ছোট্ট সোনামণি বাবা-মায়ের হাত ধরে প্রথম স্কুলে যাচ্ছে। এই দিনটি প্রতিটি বাবা-মা ও সন্তানের জন্যই স্মরণীয় হয়ে থাকে। এসময়ের প্রস্তুতি কেমন হবে: 

নতুন স্কুলে ‍যাওয়ার সময় শিশুর জন্য 
•    ছোট্ট সোনা স্কুলে যাচ্ছে, তাকে মানসিকভাবে প্রস্তুত করুন
•    মাঝে মাঝে স্কুলে নিয়ে বেড়াতে যান
•    স্কুল সম্পর্কে মজার মজার গল্প বলুন
•    তাকে বোঝান স্কুল ভয়ের জায়গা নয়
•    বেশ কিছুটা সময় সে আপনার কাছ থেকে অন্য পরিবেশে থাকবে, তাই আগে
•    থেকেই তার অভ্যাস তৈরি করুন
•    শিশুকে নিরাপদে রাস্তা পার হতে শেখান
•    নাম-ঠিকানা, বাসার ফোন নম্বর মুখস্ত করান শিশুকে
•    একটি কাগজে বিস্তারিত ঠিকানা, যোগাযোগের নম্বর লিখে শিশুর ব্যাগের নির্দিষ্ট জায়গায় রেখে দিন।

সোনামনির নতুন স্কুলের জন্য কেনাকাটা শেষ? যদি না হয়ে থাকে-

•    আগেই তালিকা করুন কী কী প্রয়োজন
•    স্কুলের পোশাক তৈরি করুন
•    বই, খাতা, পেন্সিল, ইরেজার, ব্যাগ, পেন্সিল বক্স, টিফিন বক্স, পানির পট
•    আরামদায়ক জুতা কিনুন।

স্কুল থেকে ফেরার পর নিজের ব্যাগ, জুতা, পোশাক তাকেই সঠিক জায়গায় গুছিয়ে রাখতে শেখান।  


শিশুর জন্য একটি বড় সমস্যা সকালে ঘুম থেকে উঠে, তৈরি হয়ে স্কুলে যাওয়া। এজন্য রাতে ১০টার মধ্যে শিশুর ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।  

স্কুলের অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশার করতে অাগ্রহ তৈরি করুন। এতে তার সামাজিক বিকাশ দ্রুত হবে।  

ছবি: জিকরা আনোয়ারা (ভিকারুননিসা নূন স্কুল)


    
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০ 
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।