ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গুরুত্বপূর্ণ মিটিং-এ যা লক্ষ্য রাখতে হবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
গুরুত্বপূর্ণ মিটিং-এ যা লক্ষ্য রাখতে হবে  মিটিং-এ আলোচনা

আমরা যে প্রতিষ্ঠানেই কাজ করি, অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নির্দিষ্ট মিটিং-এ আলোচনা করে নেওয়া হয়। সেখানে অনেক সময় অফিসের শুধু বড় দায়িত্ব সামলানো কর্মকর্তাদেরই ডাকা হয়। 

আপনি যদি সেই বিশেষ মিটিং-এ থাকার মতো হন,  তবে মিটিং এর সময় আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: 

•    প্রথম শর্তই হচ্ছে দেরি করা যাবে না 

•    যথেষ্ট সময় নিয়ে বের হতে হবে। নির্দিষ্ট সময়ের একটু আগেই পৌঁছে নিজের আসনে বসে যান 

•    গুরুত্বপূর্ণ মিটিং এখানে একটু পরিপাটি পোশাক হালকা সাজে আসার চেষ্টা করুন

•    মোবাইল ফোনের রিংটোন অফ রাখুন 

•    একজন কথা বলার সময় তার কথার মাঝে কথা বলবেন না।

জরুরি পয়েন্টগুলো লিখে রাখুন। তার কথা বলা শেষ হলে, অনুমতি নিয়ে আপনি যা বলতে চান বলুন

•    ব্যক্তিগত অপছন্দকে প্রাধান্য দিয়ে অফিসের কারো বিরুদ্ধে অভিযোগ করা যাবে না 

•    মিটিংয়ে অন্যদের মতামতকে শ্রদ্ধা করুন

•    মিটিংয়ের বিষয় নিয়ে বাইরের কারো সঙ্গে আলোচনা করা যাবে না।  


বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসআইএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।