ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চুল পড়া বন্ধে কোনো প্যাক নয়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
চুল পড়া বন্ধে কোনো প্যাক নয়! চুল পড়া বন্ধে

উপমার ঝলমলে একরাশ ঘন চুলে সবাই মুগ্ধ হতো ক’দিন আগেও। আর এখন পড়তে পড়তে চুল পাতলা হয়ে গেছে।  

অন্য অনেক কারণ থাকলেও স্ক্যাল্পে অ্যালার্জির প্রভাবে চুল পড়তে পারে। হঠাৎ এমন বেশি চুল পড়তে শুরু করলে স্বাভাবিকভাবেই টেনশন হয়।

তবে চিন্তা না করে কেমন হেয়ার স্টাইল করলে চুল ঘন দেখাবে জেনে নিন: 

•    হিট স্টাইলিং, হট রোলার, কার্লিং টং ব্যবহারও যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন

•    একই জায়গায় না রেখে মাঝে মাঝে সিঁথির দিক বদলে নিন 

•    চুলের এমন কাট বেছে নিন যা চাওড়া সিঁথি ঢেকে দেবে 

•    চুল যতটা সম্ভব আলগা, খোলা রাখুন 

•    শক্ত করে বিনুনি বা খোঁপা বাঁধাও চলবে না 

•    হট অয়েল ম্যাসাজ করা যেতে পারে

•    চুল ধোওয়ার শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন 

•    এবার আঙুল চালিয়ে জট ছাড়িয়ে নিন 

•    তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান

•    বেশি চুল পড়তে থাকলে আপাতত কোনো প্যাকও লাগানোর দরকার নেই 

•    কারণ প্যাক তুলতে প্রচুর ঘষতে হয়, এতে চুল বেশি পড়ে 

দীর্ঘদিন যদি একইভাবে চুল পড়তে থাকে, তবে একবার স্ক্যাল্প পরীক্ষা করিয়ে দেখে নিন কোনো সমস্যা হচ্ছে কিনা।  


বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।