ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

জয়ার মতো বয়স লুকিয়ে তারুণ্য ধরে রাখতে চান! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, মার্চ ১১, ২০২০
জয়ার মতো বয়স লুকিয়ে তারুণ্য ধরে রাখতে চান!  জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। অভিনয় দক্ষতার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য দেখে মুগ্ধ ছেলে-বুড়ো সবাই। বয়স তার নিজের মতো বাড়লেও সৌন্দর্য ধরে রাখা যায় দীর্ঘদিন। তবে তার জন্য প্রয়োজন সচেতন থেকে নিজের যত্ন নেওয়া। 

মুখের কিছু ব্যায়াম রয়েছে যেগুলো করলে বয়সের ছাপ লুকাতে পারবেন আপনিও। জেনে নিন: 

ডাবল চিনের সমস্যা থাকলে বয়স বেশি মনে হয়।

সে ক্ষেত্রে মাথা পেছনের দিকে হেলাতে থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ঘাড়ে চাপ অনুভব না করছেন। এবার মাথা ডান থেকে বাম দিকে, আরেকবার বাম থেকে ডান দিকে ঘোরান। একেক পাশে ৫ বার করে এই ব্যায়াম দিনে ৫ বার করুন।  


কপালের ত্বকের ভাঁজ দূর করতে ভুরু কুঁচকে থাকবেন না।  চোখ বড় করে তাকানোর চেষ্টা করুন। এতে ত্বকের পেশি টানটান এবং মোলায়েম হবে।  

সারাক্ষণ মুখে বিরক্তি নিয়ে থাকলে এমনি ১০ বছর বয়স বেশি মনে হয়। আর হাসলে বয়স কমে। এর পেছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে হাসিমুখে থাকলে পেশির ব্যায়াম হয় ও রক্ত সঞ্চালন ভালো হয়।  

একমাস এভাবে মেনে চলুন, এই সময়ের মধ্যেই ফল পাবেন।


বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।