ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনার ঝুঁকি কমাতে খেতে হবে যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনার ঝুঁকি কমাতে খেতে হবে যেভাবে  সবজি-ফল

করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। নিজের হাতেই যখন বিপদ ঘুরছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার। তখন সচেতনতা রাখতে হবে কোন পর্যায়ে সেসব ভেবেই অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে।

ভোজন প্রিয় বাঙালির খাবার নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তা। কোন খাবার খাওয়া যাবে বা কীভাবে খেলে করোনার সংক্রমণের ভয় থাকবে না।

অনেকেই বুঝতে পারছে না, শাক-সবজি বা মাছ মাংস থেকেও কি তাহলে করোনার জীবাণু ছড়াতে পারে? 

সত্যিই কতটা আশঙ্কা আছে খাবারের মাধ্যমে আক্রান্ত হওয়ার, এ বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত আমরা যে ধরনের মাছ, মাংস বা সবজি খাই এগুলো থেকে এই ভাইরাস ছড়ানো সম্ভব না।  

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এই অঞ্চলের খাবারের মাধ্যমে কোনো সমস্যা হবার কথা নয়। তারপরও যেসব সাবধানতা মেনে চলা ভালো:  

•    টাটকা সবজি ও মাছ-মাংস যাচাই করে কিনুন 

•    প্যাকেটজাত ফ্রিজের মাছ-মাংস না কেনার  চেষ্টা করুন 

•    ভালো করে ধুয়ে ও সেদ্ধ করে নিশ্চিন্তে মাছ-মাংস খেতে পারেন

•    এছাড়া ভিনেগার মেশানো পানিতে সাত থেকে আট মিনিট ফল ও সবজি ভিজিয়ে রাখুন। ভিনেগার ৯৫ শতাংশ ভাইরাস ও ৯০ শতাংশ ব্যকটেরিয়া মেরে ফেলে। ফল ও সবজির বাইরের আবরণ ও খোসা ফেলে দিন।  

•    এক চা-চামচ বেকিং সোডা ও দুই চা চামচ লেবুর রস পানিতে দিয়েও ফল বা সবজি ধুয়ে নিতে পারেন। এতেও জীবাণু দূর হবে।  


অনেক বেশি মাছ-মাংস বা সবজি-ফল একসঙ্গে না কিনে চেষ্টা করুন প্রতি সপ্তাহে বাজার করতে।  
 

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।