ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এসি ছাড়াই যেভাবে ঘর ঠান্ডা থাকবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ৯, ২০২০
এসি ছাড়াই যেভাবে ঘর ঠান্ডা থাকবে  এসি ছাড়াই ঘর ঠান্ডা

একে তো রোজার মাস, তার ওপর বেশ গরম পড়েছে। গরম অনেকেরই সহ্য হয় না। আবার এসি ব্যবহার করাও সম্ভব নয় সবার। জেনে নিন এসি ছাড়াই যেভাবে ঘর ঠান্ডা থাকবে:

•    সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে টেবিল ফ্যানের সামনে বাটিভর্তি বরফ রাখুন। ফ্যানের বাতাস বরফের মতোই ঠান্ডা হয়ে ঘরে ছড়িয়ে যাবে

•    ঘরে অর্কিড জাতীয় গাছ রাখতে পারেন।

গাছগুলো ঘরের মধ্যে থাকা গরম বাতাস থেকে কার্বনডাই-অক্সাইড সংগ্রহ করে ও অক্সিজেন সরবরাহ করে ঘরে ঠান্ডা রাখে

•    ঘরে ক্রস ভেন্টিলেশন রাখুন। মানে যে দিকের দরজা বা জানলা খুলবেন, তার বিপরীতের দরজা এবং জানলা খুলে রাখুন। এতে ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে এবং বিপরীত দিক দিয়ে গরম বাতাসকে বের করে দেবে  

•    দরজার সামনে মেঝেতে পানি ভর্তি মাটির পাত্রে কিছু পাথর ও ফুলের পাপড়ি দিয়ে রাখুন  

•    ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিন 

•    অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখবেন না

•    ঘর পরিষ্কার ও খোলামেলা রাখুন। সহজে বাতাস চলাচল করতে পারবে, ঘরও থাকবে ঠান্ডা 
বারান্দায় বা জানালায় বাঁশের পর্দা দিতে পারেন। এই পর্দায় পানি দিয়ে দিন। এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ও আরামদায়ক।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।