ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দই খেয়ে সুস্থ থাকুন, থাকুন স্বস্তিতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১৬, ২০২০
দই খেয়ে সুস্থ থাকুন, থাকুন স্বস্তিতে দই

গরমে স্বস্তির খাবার টক-মিষ্টি দই। ক্যালসিয়াম, ভিটামিন এ, প্রোটিন এবং ফ্যাটসমৃদ্ধ  দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে হাড় শক্তিশালী করে।

কিন্তু এই করোনার দিনে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহলে উপায়? মিষ্টির দোকান থেকে কেনার চিন্তা বাদ দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর দই।

 


যা লাগবে
দুধ দুই লিটার, পানি ঝরানো দই আধা কাপ, চিনি পছন্দমতো, গুঁড়া দুধ এক কাপ ও মাটির হাড়ি দু’টি।  

প্রণালী

পাত্রে দুধ নিয়ে নেড়ে নেড়ে ঘন করে নিন। তবে লক্ষ্য রাখবেন যেন সর না পড়ে, নাড়তে হবে সারাক্ষণ। মিষ্টি দই খেতে চাইলে পছন্দমতো চিনি একটা নন-স্টিক প্যানে গলিয়ে সোনালি ক্যারেমেল তৈরি করে নিন।  

দুধে ধীরে ধীরে ক্যারেমেল মেশান। আরও কিছু সময় জ্বাল দিয়ে দুধ ঘন করে নিন।  
নামিয়ে এক কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিন। সব শেষে দুধের সঙ্গে এবার আগের দই মিশিয়ে নিন।

এবার দুধ মাটির হাড়িতে ঢেলে নিন। মাটির হাড়িগুলো ঢেকে রেখে দিন। একটু গরমে রাখলে দই ভালো জমে। ৬ থেকে ৮ ঘণ্টায় দুধ জমে দই হয়ে যায়।  

ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন দারুণ মজার দই।  


বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।