ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রিয়জনকে আলিঙ্গন, কেন এতো প্রয়োজন! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
প্রিয়জনকে আলিঙ্গন, কেন এতো প্রয়োজন!  আলিঙ্গন

জানেন তো, খুব মন খারাপে প্রিয়জনের বুকে মাথা রাখলে কষ্ট অর্ধেক কমে যায়। প্রিয়জনকে জড়িয়ে ধরলে স্বস্তি লাগে, আস্থা পাওয়া যায় হতাশা-দুঃখ দূর হতে বেশি সময় লাগে না।

 

সম্প্রতি সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, আলিঙ্গন করলে কমে যায় দুশ্চিন্তা ও মানসিক চাপ। প্রিয় মানুষদের আলিঙ্গন করলে আরও অনেক উপকারিতাই রয়েছে। যেমন: 

•    ভালোবেসে জড়িয়ে ধরলে বিশ্বাস ও আস্থা যেমন বাড়ে তেমনি বাড়ে মানসিক শান্তি 

•    কমে যায় অস্থিরতা, পাওয়া যায় নিরাপত্তার অনুভূতি 

•    আলিঙ্গন করলে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে

•    প্রিয়জনের ত্বকের সঙ্গে স্পর্শ লেগে মানসিক প্রশান্তি মেলে

•    রক্তচাপ কমাতে সহায়তা করে

•    সাধারণ ভয়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর ভয়ও অনেকটাই কমে যায় শুধু প্রিয় মানুষের ছোঁয়া পেলে

•    আলিঙ্গন করলে স্বাভাবিক হবে হার্ট রেট এবং হৃৎপিণ্ড ভালো থাকবে বহুদিন 

•    বৃদ্ধ বয়সেও আলিঙ্গনের ফলে মন ভালো থাকে এবং শারীরিক নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় 

•    বড়দের মতোই ছোটদেরও প্রয়োজন আলিঙ্গন, আলিঙ্গন করলে তাদেরও স্ট্রেস হরমোন কমে যায়

প্রিয়জন মানে প্রিয় সঙ্গী, প্রিয় বাবা-মা, ভাই-বোন, সন্তান আর প্রিয় বন্ধুও। আপনজনদের ভালোবাসায় জড়িয়ে রাখুন। ভালো থাকুন-প্রিয়জনদের ভালো রাখুন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।