এ সময়ের ভ্যাপসা গরমে ঘাম হলেই আমরা ট্যালকম পাউডার ব্যবহার করি। কিন্তু চর্ম বিশেষজ্ঞরা বলছেন, ট্যালকম পাউডার থেকে দূরে থাকুন।
সম্প্রতি আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছে, ট্যালকম পাউডার ডিম্বাশয় বা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুন। সেখানে বলা হয়, যদি আপনার ট্যালকম পাউডারটিতে অ্যাসবেস্টস থাকে এবং যদি এটি নিঃশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে যায়, তবে এটি থেকে ফুসফুসের ক্যান্সারের হতে পারে।
গরমের বিরক্তিকর ঘাম ও চুলকানি দূর করতে বাজার থেকে কেনা বাদ দিয়ে বাড়িতে তৈরি করতে পারেন প্রাকৃতিক ট্যালকম পাউডার।
যেভাবে করবেন-কর্নস্টার্চ আধা কাপ, মুলতানি মাটি আধা কাপ, এক চা চামচ করে ক্যামোমিল (এক ধরনের ফুল) ও নিমপাতা গুঁড়া। সব উপাদান নিয়ে গুঁড়া করে মিশিয়ে নিলেই তৈরি আপনার ঘাম তাড়ানোর পাউডার।
অতিরিক্ত ঘাম এড়াতে আরামদায়ক, পরিষ্কার সুতির পোশাক পরুন। বেশি ঘামের জায়গাগুলোতে এই পাউডার ব্যবহার করুন। প্রশান্তি পাবেন, সঙ্গে সঙ্গে ঘাম ও চুলকানিও দূর হবে।
বিশেষ করে শিশুদের জন্য যে পণ্যেই ব্যবহার করবেন, তার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআইএস