ছানা ছাড়াই প্যারা সন্দেশ তৈরি করা যায়, তাও আবার মাত্র ১০ মিনিটে! এটা কীভাবে? জেনে নিন:
যা যা লাগছে: ঘি আধা কাপ, কনডেনস মিল্ক দেড় কাপ, গুঁড়া দুধ ২ কাপ, তরল দুধ আধা কাপ -সামান্য জাফরান ও এলাচ গুঁড়া সামান্য।
যেভাবে করবেন: ননস্টিকি প্যান গরম করে অধের্ক ঘি দিন।
মিশ্রণটি যখন একটু আটালো হয়ে আসবে তখন বাকি ঘি দিয়ে নেড়ে নিন। কিছুটা নরম খামিরের মতো হয়ে আসবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে সন্দেশ আকারে বানিয়ে নিন ।
এবার খেয়ে দেখুন কেমন হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআইএস