আমাদের যেকোনো উৎসবের রান্না ঘি ছাড়া হয়ই না। ঘি রান্না স্বাদ-গন্ধ ও পুষ্টি অনেক বাড়িয়ে দেয়।
রূপচর্চায় কেন ও কীভাবে ঘি ব্যবহার করবেন আসুন জেনে নিন:
• ত্বকের শুষ্কতা দূর করতে পরিমাণমতো ঘি সামান্য গরম করে ত্বকে মাখুন
• ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন
• প্রতিরাতে ঘুমানোর আগে ঘি আঙুলে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন
• দাগহীন গোলাপি রঙের, গোলাপের মতো কোমল ঠোঁট পেয়ে যাবেন মাত্র ক’দিনেই
• চোখের কালি দূর করতেও প্রসাধনীকে হার মানাবে আপনার ঘি
• চোখের ওপরে ও নিচে সামান্য ঘি নিয়ে আলতো করে ম্যাসাজ করুন
• ত্বকের জন্য মন খারাপ, আগের উজ্জ্বলতা নেই? ত্বকে একটু যত্ন নেওয়ার সময় হয়েছে
• দীপ্তি ফিরিয়ে আনতে বেসন ও ঘি মিশিয়ে ত্বকে মেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ঘি কেনার সময় লক্ষ্য রাখবেন এটি অবশ্যই ভালোমানের হতে হবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এসআইএস