স্বচ্ছ সুন্দর নীল আকাশ আর স্নিগ্ধ-শুভ্র কাশফুলের মিশেলে এসেছে শরৎ। কাশফুল শরতের আগমনের প্রতীক।
নদীতীরে, রাস্তার পাশে রাশি রাশি কাশফুলের অপরূপ শোভা। সে পথে যেতে সবার পা আর চোখ যেন থেমে যায়। গুচ্ছ গুচ্ছ সাদা ফুল দেখে মনে আসে প্রশান্তি, বারবার মনে পড়ে, রবী ঠাকুরের সেই কবিতার কথা... ‘এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। ’
কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতি প্রেমীরা ভিড় করেন কাশবনে এবং শরতের মৃদু হাওয়ায় মোহনীয় রূপে দুলে ওঠা শুভ্র কাশফুলের মধ্যদিয়ে ঝকঝকে নীলাকাশে সাদা মেঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন শরৎ প্রেমীরা।
আপনিও চাইলে প্রিয় সঙ্গীসহ একটি বিকেল কাটিয়ে দিতে পারেন আশেপাশে প্রকৃতির মাঝে শান্ত-স্নিগ্ধ কোমল কাশবনে।
মডেল: পাপড়ি, ছবি: রাজীন চৌধুরী
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসআইএস