ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মাস্ক থেকেও হতে পারে করোনা! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
মাস্ক থেকেও হতে পারে করোনা! 

করোনা ঠেকানোর একমাত্র সহজ উপায় মাস্ক ব্যবহার করা। বাজারে বেশ কয়েক ধরনের মাস্ক পাওয়া যায়।

আজকাল তো পোশাকের সঙ্গে মিলিয়ে ফ্যাশনেবল মাস্কও ব্যবহার করছেন অনেকে। তবে বেশির ভাগ মানুষই মাস্ক পরেন না, আর যারাও পরেন এদের অনেকেই আবার কখনো থুতনিতে, কখনো কানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। অনেকে আবার এক মাস্ক পরিষ্কার না করেই বার বার ব্যবহার করেন।  

জানেন তো, সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করা যায়। আর কাপড়ের মাস্ক বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করে নিতে হবে।  

কাপড়ের মাস্ক যেভাবে জীবাণুমুক্ত করে বারবার ব্যবহার করবেন:

•    বাড়ি ফিরে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলুন। মাস্কে সরাসরি হাত দেবেন না।
এবার সাবান পানিতে ভিজিয়ে ধুয়ে নিন। সম্ভব হলে রোদে শুকাতে দিন, তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে
•    গরম পানি ও লবণ দিয়ে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এরপর রোদে শুকিয়ে নিন 
•    ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে
•    শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করুন মাস্ক
•    ধোয়ার ঝামেলা এড়াতে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। এগুলো একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়
•    বাইরে বেরতে হলে দু’টি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাঁধা মাস্ক কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে কাজে লাগবে অন্যটি
•    মাস্ক অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করতে হবে। নয়তো অপরিষ্কার মাস্কের মাধ্যমেও আক্রান্ত হতে পারেন করোনাসহ নানা রোগে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।