ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

যা মানতে হবে একুশ পালনে

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
যা মানতে হবে একুশ পালনে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে লাখও মানুষের ভিড় হয়।  বড়দের পাশাপাশি শিশুরাও তাদের বাবা-মায়ের হাত ধরে শহীদের উদ্দেশ্যে ফুল দিতে আসে।

যারা ফুল দিতে আসবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন: 

•    লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে 

•    ধাক্কাধাক্কি করা যাবে না

•    ফুল দিতে হবে খালি পায়ে 

•    ফুল দিতে গিয়ে সেলফি তোলায় ব্যস্ত হওয়া যাবে না 

•    ছোট শিশুদের নিজেদের সঙ্গে রাখুন 

•    ভিড়ের মধ্যে ছেড়ে দেবেন না 

•    ছোট শিশুদের হাতে কাঁটা ছাড়া ফুল দিন

•    মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন।

শুধু একদিন ফুল দিয়েই আমরা যেন ভাষার প্রতি দায়িত্ব শেষ মনে না করি। জীবনের সব ক্ষেত্রে দেশ, দেশের মানুষ ও ভাষার প্রতি ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমাদের দেখেই ছোট শিশুরাও শিখবে দেশের সঠিক ইতিহাস, ত্যাগ ও দেশপ্রেমের গৌরবগাঁথা।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২ 
এসআইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।