ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ঈদে ঢাকা রিজেন্সির আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, এপ্রিল ২৯, ২০২২
ঈদে ঢাকা রিজেন্সির আয়োজন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আকাশে বাঁকা চাঁদের হাসি এনে দেয় খুশির জোয়ার। আনন্দ-উৎসবে ভরে যায় সকলের মন।

এই উৎসবে সবাই পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে চান। তাই পবিত্র ঈদের খুশিকে রঙিন এবং আরো বাড়িয়ে তুলতে  ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তার অতিথিদের জন্য নানা আনন্দ অফারের আয়োজন করেছে।  

বিশেষ এই আয়োজন সপ্তাহজুড়ে চলবে। যেন অতিথিরা প্রিয়জনদের সঙ্গে নিয়ে চমৎকারভাবে ছুটির এই সময়টি উপভোগ করতে পারেন।

ঈদ উদযাপনের এই আয়োজনে থাকছে ঢাকা রিজেন্সির জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওসে আকর্ষণীয় মূল্যে বুফে ডিনার উপভোগ করার সুযোগ। এছাড়াও রয়েছে রুম প্যাকেজে বুফে ব্রেকফাস্ট, সেট লাঞ্চ এবং বুফে ডিনারসহ আকর্ষণীয় অফার ১২ হাজার ১২১ টাকায়।  

এছাড়াও ঢাকা রিজেন্সি দিচ্ছে জুভেনেক্স স্পা-তে ২০ শতাংশ ছাড়। খাবারের নানা পদেও পাওয়া যাবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।  

বাংলাদেশ সময় ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।