ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ঈদে বিশ্বরঙ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুলাই ৭, ২০২২
ঈদে বিশ্বরঙ

ঈদ মানেই হাসি-আনন্দ। উৎসবের রঙে নিজেকে রাঙানো! ত্যাগের মহিমায় আসছে ঈদুল আজহা।

ঈদ ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদযাপনের সকল পরিকল্পনা।  

উৎসবে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক। তাই নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙের সুদীর্ঘ ২৭ বছর ধরে।  

সবার জন্য এবারও তার ব্যতিক্রম হয়নি, বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইন আর প্যাটার্নের ভিন্নতা। কাপড়ের ক্ষেত্রে বিশেষ ভাবনায় থাকছে গরম আবহাওয়ার বিষয়টি। সুতি, ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ছাড়াও বিভিন্ন রকম কাপড় ব্যবহার করা হয়েছে ঈদ পোশাকে।  

রঙের ব্যবহারে কন্ট্রাস্ট কালারের এর পাশাপাশি সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গোল্ডেনসহ সকল রঙেরই পরিমিতবোধ লক্ষ্য করা যায় সবগুলো পোশাকে।  

হাতের কাজ, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্টসহ অনেক রকম কাজ থাকছে।

যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে ওয়েবসাইট ও ফেইজবুক পেজ  থেকে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।