সারাদিনের কর্মব্যস্ততার পর ফিরতে চাই শান্তির একটি ঘর। যে ঘরটি শুধুই আমাদের পছন্দ আর স্বপ্ন দিয়ে সাজানো থাকবে।
যেন ঘরে এলেই প্রশান্তিতে আমাদের মন ভরে যায়, নিমিষেই দূর হয় দিনের ক্লান্তি। সেটি নিঃসন্দেহে আমাদের শোবার ঘর বা বেডরুম।
কেমন হতে পারে মনের মতো বেডরুম, এখানে দেওয়া হলো এরই কিছু গাইডলাইন
• বাসা নেওয়ার সময় একটু দেখে বড় বেডরুমের বাসা নিন
• ঘরের একটি দেয়াল যদি গ্লাসের হয় তো ভালো
• বেডরুমের সঙ্গে যেন ছোট হলেও একটি বারান্দা থাকে
• বারান্দায় কাপড়ের স্তুপ না করে কিছু গাছ রাখুন
• ঘরের একটি কোণ ব্যবহার করুন ড্রেসিং ইউনিট হিসেবে
• আয়না এবং আলো এমনভাবে রাখুন, যাতে ঘরটা বেশ বড় দেখায়
• আজকাল নিচু খাটের বিছনা ঘরে নতুনত্ব এবং আভিজাত্য এনে দেয়
• হালকা ডিজাইনের রুচিশীল খাট আলমারি, ড্রেসিং টেবিল কিনুন
• বেডরুমের এক কোণে আরাম করে বসার জন্য ইজিচেয়ার রাখুন
• জামাকাপড় এলোমেলো না রেখে স্টোর করার জন্য ওয়্যারড্রোব বা আলমারি ব্যবহার করুন
• ঘরে বিছানা অনেকটা জায়গাজুড়ে থাকে, তাই বিছানার চাদর এবং কুশন নির্বাচনে যত্নবান হতে হবে
• বেডরুমের চেহারা বদলে দিতে সাহায্য করবে রঙবেরঙের কুশন
• পর্দার রঙ আপনার রুচির পরিচয় দেবে, এগুলো কেনার সময় সচেতন থাকুন
• মেঝেতে কার্পেটের সঙ্গে রাখতে পারেন নরম ব্ল্যাঙ্কেট এবং কুশন কভার
• কাছাকাছি রাখুন ছোট স্টাডি ইউনিট, যা কিনা আয়েশ করে বই পড়া বা একটু কাজের ফাঁকে জিরিয়ে নেয়ার জন্য বেশ আরামদায়ক হবে
• জরুরি কাগজপত্র রাখার জন্য ব্যবহার করুন দেয়াল কাঠের শেলফ
• ঘরে গান শোনার ব্যবস্থা রাখুন। হালকা মিউজিক আপনার মন ভালো করতে সাহায্য করবে
ঘরে অপ্রয়োজনীয় আসবাব রাখবেন না। যতটা সম্ভব জায়গা ফাঁকা রাখুন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআইএস