ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

তেলে ত্বক তাজা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, নভেম্বর ২৫, ২০২২
তেলে ত্বক তাজা

ত্বকে যখন বয়সের ছাপ পড়তে থাকে, মনেও লাগে অবসাদের ছোঁয়া। কোনো কাজেই যেন মন বসে না।

এদিকে নিয়মিত ত্বকের যত্ন না নেওয়ায় ত্রিশ পেরোতেই ত্বকে স্পষ্ট হয় ওঠে বলিরেখা ও চোখের চারপাশের ত্বকও কুঁচকে যেতে থাকে।  

এ সময় মন খারাপ না করে নিজের যত্ন নিন প্রাকৃতিক পণ্য দিয়ে। ল্যাভেন্ডার ফুল থেকে তৈরি ল্যাভেন্ডার তেল প্রাকৃতিক চমৎকার কাজ করে। অর্থাৎ সূর্যের তাপ থেকে ত্বককে জ্বলে যাওয়ার হাত থেকে বাঁচায়। শীতের শুষ্কতা দূর করে ত্বক থাকে কোমল।  

ত্বকে চন্দন ও ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে সিরাম তৈরি করে ব্যবহার করুন। তৈরি সিরাম বোতলে ভরে রাখুন। প্রতি রাতে শুতে যাওয়ার আগে প্রথমে মুখ পরিষ্কার করে টোনার লাগিয়ে নিন। এরপর দু’এক ফোঁটা সিরাম নিয়ে আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে নিন।  

নিয়মিত সিরাম ব্যবহার করলে-
•    ব্যবহারের পরই দ্রুত ত্বকে কাজ করতে শুরু করে
•    ত্বকের উজ্জ্বলতা বাড়ে
•    ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা বজায় থাকে
•    তারুণ্য ধরে রাখে, বয়সের ছাপ পড়তে দেয় না
•    সব ধরনের দাগ দূর করে।  
  
এছাড়া ল্যাভেন্ডার অয়েল মাথায় আর কপালে ম্যাসাজ করলে মানসিক চাপ কমে, মাথাব্যথা দূর করে, ভালো ঘুম হয়। গোসলের পানিতে কয়েক ফোঁটা পছন্দের অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন, সারাদিন মানসিকভাবেও চাঙা থাকবেন।  

বাংলাদেশ সময় ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।