ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তে এলো ফয়েজ উদ্দিনের মরদেহ, দেখলো স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
সীমান্তে এলো ফয়েজ উদ্দিনের মরদেহ, দেখলো স্বজনরা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী ভারতে বসবাসরত ফয়েজ উদ্দিনের (৭৫) মরদেহ বাংলাদেশে অবস্থানরত তার ছেলেসহ নিকট আত্মীয়কে দেখালো বিএসএফ।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ৪৭ বিজিবি এবং ৮৬ বিএসএফের তত্ত্বাবধানে সীমান্ত পিলার ১৪২/৪-এস হতে ভারতের ৫০ গজ ভেতরে মরদেহ স্বজনদের দেখানো হয়।

দুপুরে ৪৭ বিজিবির (কুষ্টিয়া ব্যাটালিয়ন) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার বর্জনাথপুর এলাকার ফয়েজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে রাতে মারা যান। তার ছেলে এবং নিকট আত্মীয়রা বাংলাদেশে অবস্থান করছিলেন। তারা শেষবারের মতো মরদেহ দেখতে বিএসএফের নিকট অনুরোধ করেন। পরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের মরদেহ দেখানো হয়।

পরে মরদেহ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি জনগণ তাদের নিজ বাড়িতে চলে যান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।